ক্ষমা করে দিও চা বাগানের সন্তান ১৫বছরের প্রীতি উড়ান। তুমি যে ক্ষমতাবান সাংবাদিকের বাসার ৮তলা থেকে পড়ে আজ মরে গেলে, মাত্র ৬মাস আগে সেই বাসা থেকেই লাফ দিয়েছিলো ৭বছরের ফেরদৌসি।
পরে সেই বাসার মালিক ক্ষমতাবান সাংবাদিকের সাথে আপোষের মধ্যে হারিয়ে গেছে বাচ্চাটার বিচার। এটাই ক্ষমতার নিয়ম- ক্ষমতার ক্ষমতা। মনে রেখ মা, তোমার মতোন শিশুর মৃত্যুতে আমাদের বড় বড় বিবেকবান সাংঘাতিক সাংবাদিকরা নীরব থাকবেন। যারা বিপ্লবের বেলুন ফোটান ফেসবুকে তাদের সেই বেলুন চুপসে যাবে– স্বার্থের বন্ধুত্বের কাছে।
আমি আউটকাস্ট, সেই কারণেই প্রীতি উড়ানোর মৃত্যুর কারণ জানতে চাই। চাই শিশু শ্রমিক নিয়োগের অপরাধেও শাস্তি হোক ওই সাংবাদিকের।
লেখক: সাংবাদিক
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]