ট্রল তো অনেক হল... খানিকটা কাজের কথা বলি... যদি স্পারসো জাতীয় সংস্থার প্রধান বিজ্ঞানী না হয়, বিমানের এমডি যদি প্রতিষ্ঠান থেকে না করা হয়, যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক থেকে না হয়, যদি এনবিআর প্রধান কর বা শুল্ক সার্ভিস থেকে না হয়, যদি বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসে এই পেশার বাইরে থেকে, যদি পর্যটন প্রধান করা হয় প্রশাসক-কে তাহলে এসব প্রতিষ্ঠান ও সংস্থার কাছ উৎকর্ষতা আশা না করাই ভালো।
এরকম আরও অসংখ্য প্রতিষ্ঠানের কথা বলা যাবে। এসব জায়গায় যেসব ব্যক্তি প্রধান হিসেবে আছেন, বা অতীতে ছিলেন। সেটা তাদের সমস্যা নয় সমস্যা সিস্টেমে... একটা দেশে পেশাদারিত্বের কোন স্বীকৃতিই সৃষ্টি হয়নি।
কাজটা তো করবে রাজনৈতিক নেতৃত্ব...
(ফেসবুক থেকে নেয়া)
লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]