পরিবারতন্ত্র, স্বজনপোষণ আমাদের জাতীয় চরিত্র। রাজনীতি, ব্যবসা-বানিজ্য, শিক্ষা সহ কোন খাতই বাদ যায় না। কোন যোগ্যতা না থাকলেও রাজনৈতিক দল ও দল সংশ্লিষ্ট কত পদ কতজনের দখলে! যোগ্যতা একটাই যে, এরা আপা বা ভাইয়ের নিকটতম বা সুদূরের আত্মীয়। দলের মধ্যে একারণে কোন নেতৃত্ব তৈরি হয়না, সৃষ্টি হয় কিছু ভৃত্যের। একই অবস্থা ব্যবসা জগতে। মালিকের ছেলে বা মেয়ে, আত্মীয় হলেই আর কোন দক্ষতা লাগেনা। পদ-পদবীর সাথে মাতব্বরি ফ্রি এবং ঘিরিঙ্গি বোনাস। পেশাদারিত্ব চুলায় যায়। গুটিকয়েক কোম্পানি এসব থেকে দূরে থাকতে পারে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছেলে, মেয়ে, মেয়ের জামাই, ছেলের বউ, আত্মীয়দের শিক্ষক বানায়। এরা পড়াবে কী? আমলাদের মধ্যেও আত্মীয়প্রীতি, এলাকাপ্রীতি দেখি।
এসব থেকে অপশাসন তৈরি হয়, দুর্নীতি বিস্তার লাভ করে, দক্ষতা, সক্ষমতা নষ্ট হয়..
(ফেসবুক থেকে নেয়া)
লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]