পঙ্কজ ভট্টাচার্য কে? নতুন তো বটেই কয়েক প্রজন্মের কেউই উত্তর দিতে পারবে বলে মনে হয় না। এটা তাদের দোষ নয়। যারা জানাবার কথা, যাদের দায় বা দায়িত্ব তারা জানায় নি। না মিডিয়া না প্রচার, সবাই ব্যস্ত নিজেদের হিট আর উত্তেজনা বাড়ানোর কাজে। সেখানে পঙ্কে ফোটা পদ্ম অগোচরে থেকে যাবেন এটাই তো নিয়তি।
ভোগ, বিলাস, বিস্মৃতি ও হননের এই যুগে লিজেন্ড উধাও। নতুন প্রজন্ম বুঁদ ডিজিটাল দুনিয়ায়। আপত্তি করি না, এটা যুগের ধর্ম। কিন্তু এঁদের না জানলে বাঙালি ও বাংলাদেশী হবে কি ভাবে?
পদ পদবী ক্ষমতার লোভে মদমত্ত সমাজে তিনি শেখ হাসিনার দেয়া মন্ত্রীত্বের প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছিলেন।
ঘর বাড়ি সহায় সম্পত্তি সবকিছু হারিয়েও দেশ ছাড়েন নি। সংখ্যালঘু মনে করেন নি নিজেকে।
মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর তিনি। এই দেশ দেশের রাজনীতি ও সমাজে তাঁর অবদান ইতিহাসে লেখা আছে।
কিছু বোকা মানুষ না থাকলে সমাজ ও দেশ অন্ধকার কাটাতে পারে না। এঁরা জীবন দিয়ে দধীচীর মতো বজ্র হয়ে জ্বলেন। আলো হয়ে থাকেন।
কোনদিন তাঁর রাজনীতি বা দল করি নি। কিন্তু তাঁকে ভালোবাসতাম। শ্রদ্ধা করতাম।
পঙ্কজ ভট্টাচার্যের বিদায় ইতিহাসের এক তারকার পতন। শ্রদ্ধা।
লেখক: অজয় দাশগুপ্ত
(ফেসবুক ওয়াল থেকে)
বিবার্তা/নিলয়