শিরোনাম
‘হিজড়া সম্প্রদায়ের মানবিক মানুষগুলোকে শ্রদ্ধা এবং স্যালুট’
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ২২:৩৭
‘হিজড়া সম্প্রদায়ের মানবিক মানুষগুলোকে শ্রদ্ধা এবং স্যালুট’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি। আজকে তাদের এই বিপদের সময় আমরা আমাদের এবারের ঈদের যেসব কেনাকাটা রয়েছে, সেই কেনাকাটা না করে আমরা এই ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। সারা দেশ থেকে ২০ লাখ টাকা আমরা তুলেছি। সেই টাকা আজ তাদের কাছে দিতে এসেছি। তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব।’


বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেয়ার সময় কথাগুলো বলছিলেন হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি কাশ্মির দিপালী হিজড়া।


রাখি শেখ নামের আরেক হিজড়া বললেন, ‘আমরা মানুষের কাছ থেকে এক-দুই টাকা করে উঠিয়ে উঠিয়ে এই টাকা জমিয়েছি। এখন আমরা সেটা মানবতার কল্যাণেই দিয়ে দিব। এই টাকা কোনো ব্যবসায়ীর হাতে দেয়া হবে না; পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেয়া হবে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে।’


শ্রদ্ধা এবং স্যালুট জানাই হিজড়া সম্প্রদায়ের এসব মানবিক মানুষগুলোকে।


বিশ্বাস করি, এভাবে আমরা এক মানবিক বাংলাদেশ গড়ে তুলবো।


(ফেসবুক থেকে)


লেখক: ইকবাল মাহমুদ বাবলু


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com