
আমি বিস্মিত! স্তম্ভিত!
মাত্র কদিন হলো আমার ছেলে কলেজে ভর্তি হয়েছে। ধানমন্ডি আইডিয়েল কলেজে। ভর্তির পর কয়েকদিন ক্লাসও করেছে। এরমধ্যে কলেজ থেকে বুকলিস্টও দিয়েছে। নতুন বই নিয়ে আজ ছিল ছেলের প্রথম ক্লাস। ক্লাস শেষে বাসায় ফেরার জন্য ওরা চার ক্লাসমেট বাসের জন্য সাইন্সল্যাব দাঁড়িয়েছিল।
ঠিক সেই সময় ঢাকা কলেজের ১০/১২ জন স্টুডেন্ট নামধারী কুলাঙ্গার অতর্কিতে আমার ছেলেসহ চার ক্লাসমেটের উপর হামলা করে। কুলাঙ্গারগুলো কিল-ঘুষি- লাথির আঘাতে আমার ছেলেদের আহত করে।
আহত করার কারণ, আমার ছেলেরা আইডিয়েল কলেজের শিক্ষার্থী। এই কলেজের ওরা নতুন শিক্ষার্থী। এখনো পথঘাট-পরিবেশ-পরিস্থিতি বুঝে না। ইতিপূর্বে এই দুই কলেজের সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে কোনো দ্বন্দ্ব-সংঘাত ঘটে থাকলেও নবীনদের উপর শুধু কলেজড্রেস দেখে আক্রমণ করা কতটা বর্বরোচিত ও কাপুরুষের কাজ, মানুষমাত্রই বিস্মিত ও স্তম্ভিত হবেন!
আমার ছেলেরা আঘাতপ্রাপ্ত হওয়ায় আমি শুধু স্তম্ভিতই নই, ভেতরে রক্তক্ষরণ হচ্ছে কষ্টে-ক্ষোভে!
আমরা কি ঢাকা কলেজের এরকম কুলাঙ্গার শিক্ষার্থী চাই?
লেখক: হুমায়ুন কবির ঢালী, শিশুসাহিত্যিক ও প্রকাশক।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]