নজরুল রক কনসার্টে আজ গাইবে ১০ ব্যান্ড
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৫:৩৯
নজরুল রক কনসার্টে আজ গাইবে ১০ ব্যান্ড
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘নজরুল রক কনসার্ট’ এ আজ সংগীত পরিবেশন করবে দেশের ১০টি ব্যান্ড।


শুক্রবার (৩১ মে) বিকেল ৫টায় শুরু হবে এ কনসার্ট।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ ও জাগরণের ১০টি গান নতুন আঙ্গিকে প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। ১০ গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আজ ‘নজরুল রক কনসার্ট ২০২৫’–এর আয়োজন করা হয়েছে।


অ্যালবামটিতে অংশ নেবে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো। গানের পাশাপাশি নজরুলের কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজন থাকছে।


এ কনসার্ট প্রসঙ্গে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে বলেন, ‘সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আশা করি, ভালো একটি কনসার্ট সবাই উপভোগ করতে পারবেন।’


‘নজরুল রক কনসার্ট’ সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল রক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।


অ্যালবামটিতে স্থান পেয়েছে কাজী নজরুল ইসলামের ‘এই শিকল-পরা ছল্’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘কারার ঐ লৌহ-কবাট, ‘জাগো অনশন-বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com