
বছর শুরুর ৪র্থ দিনে ভক্তদের সুখবর দিয়ে ছিলেন জনপ্রিয় সংগ্রীতশিল্পী তাহসান খান। জানিয়েছিলেন আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে হানিমুন পর্ব। তবে এতেই শেষ নয় এবার ভক্তদের জন্য নতুন সুখবর জানিয়েছেন।ভালোবাসা দিবসে ‘জনম জনম’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তার। এছাড়া ‘জংলি’ সিনেমার জন্য একটি গান গেয়েছেন তিনি। যা আসন্ন ঈদে মুক্তি পাবে।
এছাড়া অনুরাগীদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় গায়ক। এতদিনের সেরা গানগুলো নিয়ে নতুন একটি উদ্যোগ নিয়েছেন তাহসান। যেসব গানের মাধ্যমে শ্রোতাদের তুমুল ভালোবাসা পেয়েছেন সেগুলো নিয়েই রিমেক করবেন তিনি।
তাহসান জানিয়েছেন, এমন সাতটি গান নিয়ে নতুন করে কাজ করবেন তিনি; এতে গানগুলো উপস্থাপিত হবে নতুন আঙ্গিকে।
তিনি আরও বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান। আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপূত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।’
সেই গানগুলো সম্পর্কে তাহসান জানিয়েছেন, সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে।
জানা গেছে নতুন এই উদ্যোগের সব কাজ শেষের দিকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]