
বহুল প্রতীক্ষার পর এবার ওটিটিতে মুক্তি পেল সাড়া জাগানো দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রুল’। গত বুধবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি। প্রাথমিকভাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালি ভাষায় পুষ্পা টু দেখতে পাবেন দর্শকেরা।
কিন্তু সিনেমা হল থাকার পরও কেন ওটিটিতে দর্শকেরা ছবিটি দেখবে, তার যুক্তি দিয়েছেন ছবির নির্মাতারা। তারা জানিয়েছেন, সেন্সর বোর্ডের কারণে এই ছবি থেকে ২৪ মিনিটের দৃশ্য বাদ পড়েছিল। সেই ২৪ মিনিট যোগ করে দেওয়া হয়েছে ওটিটি ভার্সনটিতে। অর্থাৎ গল্পের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিট।
জানা গেছে, নেটফ্লিক্সে এই ছবিটি দেখতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে গ্রাহককে। এতে ঘরে বসেই ‘আনকাট’ ভার্সনে নতুন কিছু দেখতে পাবেন দর্শকেরা।
আশানুরূপভাবেই ‘পুষ্পা টু’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিলেন আল্লু অর্জুন। বিশ্বজুড়ে ১৫০০ কোটি রুপির বেশি আয় করে আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি। সেই সময় শোনা যায়, শুধু বড়পর্দা নয়, অনলাইনেও মুক্তি পাবে এই সিনেমা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]