বছরের শুরু হতে না হতেই ঘর পোড়া তারকাদের তালিকায় নাম লিখালেন হলিউডের নামী-দামী আট তারকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের আগুনের লেলিহান শিখায় তাদের মালিকানাধীনসহ রাজ্যের অনেক বিলাসবহুল ভবন পুড়ে ছাই হয়েছে। এসব ভবনের এক একটির গড় মূল্য ২০ লাখ ডলারেরও বেশি।
বুধবার (৮ জানুয়ারি) শুরু হওয়া এই দাবানলের ভুক্তভোগী হলিউডের নামী-দামী তারকাদের মধ্যে মধ্যে জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনও দাবানলের জেরে গৃহহারা হয়েছেন।
প্রাথমিকভাবে ওই অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে ৫২ থেকে ৫৭ বিলিয়ন ডলার।
মার্কিন আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার এমন পরিসংখ্যান দিয়ে বলছে, এই দাবানলে বেশ কিছু বিলাসবহুল বাড়ি ধ্বংস হয়েছে। যেগুলোর গড়মূল্য ২০ লাখ ডলারেরও বেশি।
বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি তীব্র ধোঁয়ার কারণে, এই অঞ্চলের পর্যটন ও বসবাসকারীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আগুনে ধ্বংস হয়নি এমন সম্পত্তিতেও ধোঁয়া বা পানির কারণেও ক্ষতি হয়েছে। এগুলোর আর্থিক মূল্য বিবেচনায় নিতে বলেছে অ্যাকুওয়েদার। এমনকি আগুন যদি ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]