থাইল্যান্ড ছুটি কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাশিয়ান তরুণী অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। গত ২৯ নভেম্বর পর্যটন স্পটে যোগাব্যায়াম করার সময় একটি বৃহৎ ঢেউয়ের কবলে পড়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে ভাসিয়ে নেয় তাকে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাল গাড়িতে লাড কো ভিউপয়েন্টে যেতে দেখা গেছে তাকে। আর ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু ৯ ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা। পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই-তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয় তার।
সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ জানিয়েছেন, দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের খারাপ এলাকা, সাঁতার জানা এবং উপকূলরেখার পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে।
তিনি বলেন, বর্ষা মৌসুমে পর্যটকদের সতর্ক করে থাকি আমরা। বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য বলা হয়। একইসঙ্গে লাল পতাকা থাকা এলাকাও ঝুঁকিপূর্ণ।
অভিনেত্রী কামিলা একজন রাশিয়ান বংশোদ্ভূত। তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। এ অবস্থায় মৃত্যু হলো তার।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিখ্যাত ওই পর্যটন এলাকাকে বাড়ি এবং পৃথিবীর সেরা জায়গা বলে অভিহিত করেছিলেন তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]