নববধূর সাজে অপু বিশ্বাস
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:০৫
নববধূর সাজে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে! তবে না, নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন না এই অভিনেত্রী। সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি।


যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। সে উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে মডেল ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য।


বিয়ের সাজে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। তার সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।


অপুকে নববধূর সাজে ফুটিয়ে তুলতে স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল।


ব্রাইডাল মেকআপ সার্ভিস চালু হওয়া প্রসঙ্গে যমুনা গ্রুপের ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ‘ভোগ লাইফস্টাইল লাউঞ্জ দেশের শ্রেষ্ঠ এবং অন্যতম ওয়েল ব্র্যান্ডেড স্পা এবং পার্লার সার্ভিস সেন্টার। সৌন্দর্য সচেতন মানুষদের নিয়েই আমাদের প্রতিষ্ঠান কাজ করে। তারই অংশ হিসেবে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ সার্ভিসটি চালু করতে যাচ্ছে।’


তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ব্রাইডাল মেকআপ সার্ভিস নিতে সৌন্দর্য সচেতন নারীরা ভোগ লাইফস্টাইল লাউঞ্জকেই বেছে নিবে।’


উল্যেখ্য, ভোগ লাইফস্টাইল লাউঞ্জ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়ারি। এটি স্পা, পেডিকিউর, মেনিকিউর, ফেসিয়াল, হেয়ারকাট এবং হেয়ার কালারসহ বিভন্ন সেবা দিয়ে থাকে। ইতোমধ্যে দেশের গ্রাহকদের কাছে এই প্রতিষ্ঠানটি আস্থার জায়গা অর্জন করেছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com