
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন বিকল্প নাই, এই প্রতিপাদ্য সামনে রেখে, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদার ইউনিয়নে ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মোতালেব হোসেন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫ টায় ইউনিয়নের বোয়ালদার স্কুল এন্ড কলেজ হলরুমে বোয়ালদার ইউনিয়ন শাখার আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে বোয়ালদার ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আলতাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর অঞ্চল উপদেষ্টা মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাবো শ্রমিকদেরও সেই খাবার খেতে দিবো। একমাত্র ইসলামি শাসন পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারী মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে।
এসময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সেক্রেটারী মো. এনামুল হক।
আরও বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম,হাকিমপুর উপজেলা সভাপতি মো. সবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মো. আলতাব হোসেন ও সেক্রেটারি মো. আব্দুল মোতালেব হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করা হয়।
এছাড়াও একই দিনে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপরোক্ত অতিথি বৃন্দের উপস্থিতিতে সভাপতি পদে মোঃ সাইয়েদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. জাকিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির ৩৫ সদস্যর নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করা হয়।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]