
মাগুরার শালিখায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানার অফিসারগণ সোমবার (৩০ ডিসেম্বর) রাত্রিকালীন শালিখা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রামপুর গ্রামের আতিয়ার রহমান, মো. শাহিনুর, করিম মোল্লা, তরিকুল ইসলাম, দেশমূখপাড়া গ্রামের আশরাফুল, বরইচারা গ্রামের সুখদেব তরফদার,সিমাখালি গ্রামের মতিয়ার রহমান, খোলাবাড়ি গ্রামের মনিরুল ইসলামসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়।
শালিখা থানা অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, শালিখা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শালিখা থানা পুলিশ বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মনিরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]