
জামালপুরের সরিষাবাড়ীতে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
৩১ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে রিয়াজ উদ্দিন মোল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহমুদ এর সভাপতিত্বে ও অফিস সহকারী মাহফুজুর রহমান রুমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া চানু, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম স্বপন, সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তারা, রিয়াজ উদ্দিন মোল্লাহ ফাউন্ডেশনের পক্ষে ফ্লোরা নাছরিন প্রীতি প্রমুখ।
পরে রিয়াজ উদ্দিন মোল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]