ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক নেই: হানি সিং
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৬
ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক নেই: হানি সিং
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় সংগীতশিল্পী হানি সিংয়ের ২০২৩ সালে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটেছিল। তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন গায়ক। সমস্যাটি গড়িয়েছিল থানা-পুলিশ পর্যন্তও। সে বছরেই ১ কোটি রুপির খোরপোশের বিনিময়ে হানির থেকে সম্পর্ক ছিন্ন করেন শালিনী।


এরপর কেটেছে বেশ কিছুটা সময়। নিজের জীবনেও এগিয়ে গেছেন হানি সিং। জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ভারতীয় নারীদের ডেট করা নিয়ে তার আপত্তি রয়েছে। যদিও এর কারণও জানিয়েছেন হানি সিং।


হানি সিংয়ের কথায়, ‘আমি একজন ভারতীয় সেলিব্রেটি। ভারতীয় নারীরা আমাকে চেনেন। আমি কেমন মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গেছে তাদের। তাই তারা আমার সেলিব্রিটি স্টেটাসটাকে ভালোবাসছে নাকি আমি মানুষটাকে ভালোবাসছে তা বোঝা মুশকিল।’


হানি এও জানান, এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি। তবে তার প্রেমিকা ভারতীয় নন। নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি। তিনি বলেন, ‘তাদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির।’


হানির এই স্বীকারোক্তি নেটিজেনদের একাংশ ভালোভাবে নেয়নি। তারা প্রশ্ন তুলেছেন, ‘সম্পর্কে থাকাকালীন আরও নারীর সঙ্গে অবাধ মেলামেশা করাটা কি উচিত?’


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com