ইব্রাহিমের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪
ইব্রাহিমের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির প্রেম করার গুঞ্জন বলিউডে প্রায়সময়ই শুনা যায়। এখন ঘন ঘনই তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে। আর তাদের এই উপস্থিতি গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। কিন্তু এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী শ্বেতা।


স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গুঞ্জন কীভাবে পলককে প্রভাবিত করেছে তা নিয়ে মুখ খুলেছেন শ্বেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের ট্রোলড হওয়ার ভয় নিয়েও কথা বলেছেন।


শ্বেতা বলেন, গুজব আমাকে আর বিব্রত করে না, এত বছর ধরে আমি বুঝতে পেরেছি যে মানুষের স্মৃতি কেবল ৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। এর পরে তারা অন্য খবর পেলেই তা ভুলে যান। তাহলে আর মাথা ঘামাব কেন?


গুঞ্জন অনুসারে, আমার মেয়ে নাকি প্রতি তৃতীয় পুরুষের সঙ্গে ডেটিং করছে। আমি নাকি প্রতি বছর বিয়ে করছি। ইন্টারনেটের তথ্য অনুযায়ী, আমি তিনবার বিয়ে করেছি। এই জিনিসগুলি এখন আমাকে প্রভাবিত করে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কোনো সাংবাদিক আমাকে নিয়ে ভালো জিনিস লিখতে পছন্দ করতেন না, তখনো এগুলিই করতেন। অভিনেতাদের নিয়ে নেতিবাচক কিছু বললেন তবেই মানুষ তা শোনে। কিন্তু সময়ের সঙ্গে মোকাবিলা করার পরে, এটা আমাকে আর প্রভাবিত করে না।’


তিনি আরও বলেন, আগে কীভাবে দর্শকদের বোঝানো সহজ ছিল তবে এখন দর্শকরাও সচেতন হয়ে উঠেছেন। তিনি জানিয়েছেন যে, তার মেয়ে পলকই তাকে ট্রোলগুলি কীভাবে মোকাবিলা করতে হয় তা শিখিয়েছিলেন।


অভিনেত্রী বলেন, এটা আমাকে মাঝে মাঝে ভয় দেখায়। পলক দেখতে যতই চটপটে হোক না কেন, ও আসলে খুব নিরীহ। সে কখনো কারুর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। ট্রোলিংয়ের এই যুগ এত কুৎসিত হয়ে উঠেছে তা বলার মতো নয়। যদিও পলক শক্তিশালী, কিন্তু আমি তো মা, আমাকে এই বিষয়টা বারবার ভাবাচ্ছে যে এটা যদি তাকে প্রভাবিত করে, যদি ও আন্ডারকনফিডেন্ট হয়ে যায়, তবে কী হবে? এটাই ভেবে আমার সবচেয়ে বেশি ভয় লাগে। লোকজন তাকে টেনে নামানোর চেষ্টা করেছে, কিন্তু ও ওইসব মন্তব্য পড়ে না। তবে কোনটা যে কখন ক্ষতিকারক হয়ে উঠতে পারে তা বলা যায় না। ও যখন ট্রোলের শিকার হয়, সেটা আমার ওপর খুব প্রভাব ফেলে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com