এবার শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯
এবার শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়িয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। তবে সিনেমাটি মুক্তির পর গুঞ্জন উঠেছিল, শাকিব খানের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।


ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে! আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন?


এ সময় ইধিকার কাছে জানতে চাওয়া হয়, এই মুহূর্তে তার রিলেশনশিপ স্ট্যাটাস ঠিক কী? জবাবে অভিনেত্রী বলেন, আমাকে সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।


উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সাফল্যের পর এ জুটিকে নিয়ে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। চলতি বছরের অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com