
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের মা আফিয়া খাতুন না ফেরার দেশে চলে গেছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন আফিয়া খাতুন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর নরসিংদীর রায়পুরা থানার খলিলাবাদ নিজ গ্রামে রাজের মায়ের দাফন সম্পন্ন হবে। সকালেই সেখানে মরদেহ নেওয়া হয়েছে।
মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মোস্তফা কামাল রাজ। তার মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন শোবিজের অনেক শিল্পী ও নির্মাতা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]