
নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মিশরে যাচ্ছেন।
জানা গেছে, আগামী ১৩ থেকে ২২ নভেম্বর মিশরে বসবে আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ‘কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র ৪৫তম আসর। এই উৎসবে বিশ্বের অন্যান্য সিনেমাগুলোর সঙ্গে অংশ নিবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’।
এই উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে ‘প্রিয় মালতী’। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। (৪ নভেম্বর) সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। পাশাপাশি নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন মেহজাবীনও।
জানা যায়, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শোগুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা রয়েছে নির্মাতা-অভিনেত্রীর।
উল্লেখ্য, শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় এই সিনেমায় মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী প্রমুখ।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]