অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন খবরটি।
৩০ অক্টোবর, বুধবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরী। সেখানে দেখা গেছে, তার ছেলে পদ্মকে। তার বোজা চোখটি ফুলে উঠেছে। ধারণা করা হচ্ছে চোখে আঘাত পেয়েছে একরত্তি। তবে বিস্তারিত লেখেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, ছেলেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি।
এদিকে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে অনুসারীরা জানতে চেয়েছেন, কী হয়েছে পদ্মর। অনেকে করেছেন আরোগ্য কামনা। তবে সেসবেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।
উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। অনম বিশ্বাস পরিচালিত সিরিজটিতে পরীমণির সঙ্গী হয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]