মঞ্চে ফিরলেন গায়ক নোবেল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৪৫
মঞ্চে ফিরলেন গায়ক নোবেল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৮ সালে আলোচনায় আসেন গায়ক মাইনুল আহসান নোবেল। অল্প সময়েই বাংলাদেশের মানুষের কাছ থেকে পেয়ে যান অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি তিনি। সামাজিকমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে ‘মাদকাসক্ত’ তকমা পেয়ে যান একসময়ের সবার প্রিয় এই গায়ক। তাকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা।


অবশেষে নিজের চিরচেনা মঞ্চে ফিরলেন নোবেল। পারফরম করলেন মঞ্চে, গাইলেন গান। মাতালেন দর্শক। আর নোবেলের এমন প্রত্যাবর্তনে খুশি তার অনুরাগীরা।


৩০ অক্টোবর, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন গায়ক। যেখানে তাকে মঞ্চে গান গাইতে দেখা যায়। ছবিগুলো পোস্ট করে নোবেল জানিয়ে দেন, এই মঞ্চই তার ঠিকানা।


নোবেলের ছবিগুলো দেখে তাকে সাদরে গ্রহণ করেছেন ভক্ত অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা।


এক অনুরাগী লিখেছেন, ‘আমরা আবারো নোবেলকে ফিরে পাবো যার গানের জন্য অপেক্ষা করে বসে থাকতাম টিভির পর্দায়।


অন্য একজন লিখেছেন, ‘অবিরাম ভালোবাসা নিবেন ভাই ।’ অপর একজন লিখেছেন, ‘আশা করা যায় আমরা সেই পুরনো নোবেলকে খুঁজে পাবো।’ কেউ কেউ আবার নোবেলকে রকস্টার উপাধি দিয়েও মন্তব্য করেছেন।


সম্প্রতি নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল অভিযোগ করেন, নোবেল এখনো মাদকাসক্ত। রিহ্যাব থেকে ফিরেও শোধরাননি। এমনকী ৪/৫ জন বান্ধবীও রয়েছে তার মাদকের আড্ডায়। নোবেল অবশ্য সালসাবিলের মন্তব্যের বিপরীতে কিছু বলতে চাননি।


কিছুদিন আগে নিজের ভুল স্বীকার করে গায়ক জানিয়েছেন, অতি অল্পতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে সেটা ধরে রাখতে পারেননি তিনি। তবে আবারও গানে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন এই গায়ক।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com