
কিছুদিন আগেই কলকাতার পূজা মণ্ডপ ছেয়ে গেল ঢালিউডের চিত্রনায়িকা পরীমণির সিনেমার পোস্টারে। সেই রেশ থাকতেই আসে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির খবর। এবার প্রকাশ পেল ট্রেলার।
২৯ অক্টোবর, মঙ্গলবার আয়োজিত এক সংবাদসম্মেলনে প্রকাশ পায় ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন পরীমণি, পরিচালক অনম বিশ্বাস প্রমুখ।
সিরিজে পরীমণি রুপদান করেছেন সুপ্তি চরিত্রটি। সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্খাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।”
আরও বলেন, “নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই।”
আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত সিরিজটি। ক্যারিয়ারের প্রথম সিরিজে পরীমণির সঙ্গী হয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রীলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]