
দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। প্রায় দু’দশকের কর্মজীবন তার। ক্যারিয়ারের পাশাপাশি স্বামী, দুই পুত্রসন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রীর জীবন। দক্ষিণী এই অভিনেত্রী ২০২৩ সালে শাহরুখ খানের হাত ধরে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউড পাড়ায় আত্মপ্রকাশ করেছেন।
ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতেই বলিউডের বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পরিসংখ্যান বলেছে তার ঝুলিতে ছবির সংখ্যা ৮৫ ছাড়িয়েছে।
২০০৩ সালে মালায়লম ছবির মাধ্যমে সিনে দুনিয়ার আত্মপ্রকাশ করেন তিনি। সময় যত গড়িয়েছে, বদলেছে নয়নতারার মুখের গড়ন। অনেকেরই ধারণা তিনি নাকি অস্ত্রোপচার করে বদলে ফেলেছেন নিজেকে। তবে অভিনেত্রীর সাফ জানিয়েছেন, ‘ছুঁয়ে দেখুন একটা প্লাস্টিক পাবেন না।’
এমনিতেই নায়িকারা নিঁখুত চেহারা পেতে বিভিন্ন সময় নানা ধরনের অস্ত্রোপচারের সাহায্য নেন। বোটক্স থেকে ফিলার এখন লোকের মুখে মুখে প্রচলিত কিছু পদ্ধতি। বলিউডের একাধিক অভিনেত্রী অস্ত্রোপচার করান। তার পরিণাম কখনও ভাল হয়েছে, কারও ক্ষেত্রে আবার ফল হয়েছে উল্টো। ২০০৩ সালের নয়নতারা ও ২০২৪ এসে নাকি বিস্তর ফারাক। সে কথা মানছেন নয়নতারা নিজেও।
তিনি বলেন, অস্ত্রোপচার নয়, বিভিন্ন সময় আমি আমার ভ্রুয়ের গড়ন বদলাই। তার ফলেই মুখটা অন্য রকম লাগে। এ ছাড়াও প্রতিনিয়ত ডায়েটও চেহারার অনেকটা বদল আনে। ছুঁয়ে দেখতে পারেন একটুকু প্লাস্টিক নেই।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]