মা হতে চলেছেন সোনাক্ষী, নেটদুনিয়ায় গুঞ্জন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৩:২৩
মা হতে চলেছেন সোনাক্ষী, নেটদুনিয়ায় গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরই ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও মডেল-অভিনেতা জহির ইকবাল। বিয়ের পর থেকে বেশ সুখেই দিন কাটছে এই তারকা দম্পতির।


তবে বিয়ের কয়েক মাস না পেরোতেই নেটদুনিয়ায় জোর গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন সোনাক্ষী।


সামাজিক যোগাযোমাধ্যমে সোনাক্ষী-জহিরের নতুন কিছু ছবিতে সেই ইঙ্গিতই মিলেছে। আর তা দেখেই নেটিজেনদের ধারণা, অভিনেত্রী নাকি গর্ভবতী।


রবিবার (২৭ অক্টোবর) একটি দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন সোনাক্ষী-জহির। মূলত সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই অভিনেতা।


ওই ছবিতে দেখা যায়, সোনাক্ষীর পরনে রয়েছে ভরাট কাচের কাজ করা লাল রঙের আনারকলি। অন্যদিকে জহির পরেছেন নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামা।


দিওয়ালি পার্টিতে ছবি তুলতে গিয়ে তারা যেভাবে পোজ দিয়েছেন সেখানেই সোনাক্ষীর বেবিবাম্প নজরে পড়েছে নেটিজেনদের। আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকে সেই পোস্টে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন এই তারকা দম্পতিকে।


সোনাক্ষী-জাহিরের প্রথম সন্তান আসছে ভেবে একজন লিখেছেন, গর্ভবতী হওয়ার জন্য শুভেচ্ছা রইলো। আরেক নেটিজেন লেখেন, শিগগিরই খুদে সদস্য আসছে মনে হচ্ছে, অনেক শুভেচ্ছা। তাদের এক ভক্ত লেখেন, নজর না লাগুক, ভালো থাকুন।


এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার এমন গুঞ্জনে এখনও কোনো কথা কিংবা আনুষ্ঠানিক ঘোষণা দেননি সোনাক্ষী বা জহির কেউই। ফলে এই গুঞ্জন নিছকই গুজব নাকি বাস্তব, সময় এলে বোঝা যাবে সবটাই।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com