মোটা হয়ে যুদ্ধে যাচ্ছে 'রাশিয়ার ডিক্যাপ্রিও'!
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৩:২২
মোটা হয়ে যুদ্ধে যাচ্ছে 'রাশিয়ার ডিক্যাপ্রিও'!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার রোমান বুরৎসেভ ২০১৬ সালে একটি ডেটিং সাইটে নাম লেখান। আশা ছিল, খুঁজে পাবেন ভালোবাসার মানুষটিকে। তাকে নিয়ে পরিবার শুরু করবেন। কিন্তু ৩৩ বছরের রোমানের ছবি অপ্রত্যাশিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নজর কাড়ে বেশ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থার।


ডেটিং অ্যাপে থাকা রোমানের ‘প্রোফাইল’ ছবিটি নিয়ে লোকে কথা বলতে থাকে। তিনি দেখতে কতটা হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো, তা নিয়ে আলোচনা শুরু হয়।


রোমান ডিক্যাপ্রিওর চেয়ে বয়সে আট বছরের ছোট এবং ওজনও প্রায় ১০০ পাউন্ড বেশি। এ জন্য রোমানকে ‘লিওনার্দো ডিক্যাপ্রিওর রাশান মোটা সংস্করণ’ ডাকা শুরু হয়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েডগুলোতে তাঁর ছবি ছড়িয়ে পড়ে।


রোমানের চেহারা, বিশেষ করে তাঁর নীল চোখ ডিক্যাপ্রিওর মতো। এ জন্য তিনি একের পর এক ফটোশুট এবং এ ধরনের নানা বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রস্তাব পেতে শুরু করেন। হঠাৎ করেই সামনে আসা এসব সুযোগ লুফে নেন রোমান।


এরপর সুযোগ আসে সরাসরি অভিনয় (লাইভ পারফরম্যান্স) করে দেখানোর। একটি মলে ‘নকল জাহাজ’ তৈরি করা হয়।


সেখানে রোমান টাইটানিক সিনেমায় ডিক্যাপ্রিও যেভাবে নায়িকাকে নিয়ে পোজ দিয়েছেন, সেই ‘আইকনিক’ পোজ দেওয়া শুরু করেন। নারীরা রোমানের সঙ্গে টাইটানিকের বিখ্যাত সেই পোজ দিতে শুরু করেন। পেছনে (ব্যাকগ্রাউন্ডে) বাজতে থাকে ‘মাই হার্ট ইজ গো অন’ গান।


কিন্তু রোমানের এই রমরমা অবস্থায় বাদ সাধে কোভিড–১৯ মহামারি। ২০২০ সালে কোভিডের কারণে রোমানের কাজ দ্রুত কমতে থাকে। আয় তলানিতে গিয়ে ঠেকে।


আর্থিক চাপে জর্জরিত রোমান বাড়িতে বসে অতিরিক্ত খাবার খেতে থাকেন। তাঁর ওজন অনেকটা বেড়ে যায়। তাঁকে আর দেখতে ডিক্যাপ্রিওর মতো লাগে না। বেড়ে গেছে বয়সও। আবার প্রচারের আলো ফিরতে পারার আশা তাই ক্ষীণ। ৪১ বছরের রোমান বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিয়ে বসেন। তিনি রাশিয়ার সরকারের করা ফোনের জবাব দেন। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে যেতে রুশ সেনাবাহিনীতে নাম নিবন্ধন করতে তাঁকে ওই ফোন করা হয়েছিল।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com