
দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা মোশাররফ করিমকে। এবার নতুন কিছু নিয়ে আসছেন তিনি। প্রথমবার অভিনয় করলেন অ্যান্থলজি সিরিজে। চরকি অরিজিনাল সিরিজটির নাম ‘আধুনিক বাংলা হোটেল’। সিরিজটি হ্যালোইন উপলক্ষে মুক্তি পাচ্ছে। সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ।
প্রতিবছরের ৩১ অক্টোবর পালিত হয় পাশ্চাত্যের উৎসব হ্যালোইন। এদিনের প্রথম প্রহরে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তিন পর্বের অ্যান্থলজি সিরিজটির প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’। ৩০ শে অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে দর্শকরা দেখতে পাবেন সিরিজটি। তিন পর্বে দর্শককে তিন রকম বাংলা ভূতের ভয় দেখাবেন মোশাররফ করিম।
শরীফুল হাসানের ছোট গল্প থেকে সিরিজটির চিত্রনাট্য করেছেন নির্মাতা। নামের মধ্যেই সিরিজটির রহস্য লুকিয়ে আছে। সিরিজে লুকেও চমক দেখাবেন মোশাররফ। নানারূপে দেখা যাবে তাকে।
অভিনেতা জানান, খাবারের নাম দিয়ে যে এমন সব গল্প হতে পারে এটা তার ভাবনাতেই ছিল না। তার দাবি, দর্শকরা সিরিজটি দেখে বিস্মিত হবেন।
তিনি বলেন, সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা-অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের আশপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট্য অদেখা।
সিরিজটির বিভিন্ন পর্বে আরও অভিনয় করেছেন- গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]