
ঢালিউডের একসময়ের ব্যস্ততম চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। গত ২৩ অক্টোবর ছিল তার জন্মদিন। তবে সবাইকে নিয়ে জমকালোভাবে গত ২৫ অক্টোবর গুলশানের একটি অভিজাত ক্লাবে জন্মদিন পালন করেন তিনি।
এদিন অতিথিদের পাশাপাশি ছেলেকে নিয়ে আনন্দে মেতে ওঠেন এই নায়িকা।
অনুষ্ঠানে ছেলেকে নিয়ে ‘অনেক সাধনার পরে’ গানটির সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে পলিকে। ইতোমধ্যে সেই ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ আনন্দেই ক্যামেরায় ধরা দিয়েছেন মা-ছেলে।
জন্মদিনের অনুষ্ঠানে পলির পরনে ছিল গাঢ় সবুজ রঙের একটি লেহেঙ্গা। সঙ্গে সোনালি এবং সবুজের মিশ্রণে গয়না পরেছিলেন তিনি। ভারি মেকআপে লাস্যময়ী লুকে হাজির হন পলি। অন্যদিকে নায়িকার ছেলে পরেছিলেন সাদা টি-শার্টের সঙ্গে ব্লু রঙের ব্লেজার ও প্যান্ট।
ক্যারিয়ারে প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পলি। মান্না, শাকিব খান, রুবেল, আমিন খানসহ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এ অভিনেত্রী। বর্তমানে পর্দা থেকে দূরেই আছেন পলি। নিজের বুটিকস ব্যবসাতে মনোযোগ দিয়েছেন এই নায়িকা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]