
নাট্যশিল্পীদের অধিকার বাস্তবায়নে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন সংগঠন থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (টাড)।
সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন আজাদ আবুল কালাম, ফয়েজ জহির, তৌফিকুল ইসলাম ইমন, আসাদুল ইসলাম, শামীম সাগর, কাজী রোকসানা রুমা, রেজা আরিফ ও সাইফ সুমন।
১৯ অক্টোবর, শনিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে সংগঠনটি।
সংগঠনটির উদ্যোক্তারা মনে করেন, বাংলাদেশে থিয়েটার দলগুলোর সমন্বয়ে গঠিত একাধিক সংগঠন থাকলেও নাট্যশিল্পীদের নিজস্ব অধিকার, স্বার্থ ও দাবি আদায় এবং তাঁদের শৈল্পিক উৎকর্ষ উন্নয়নের লক্ষ্যে কোনো সংগঠন গড়ে ওঠেনি। নাট্যশিল্পীদের লড়াইয়ের প্রেক্ষাপট অঞ্চলভেদে স্বতন্ত্র। তাই জাতীয় পর্যায়ে নয়; বরং নাট্যশিল্পীদের স্থানীয়ভাবে নিজ নিজ অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। এ লক্ষ্যে ঢাকা মহানগরীর থিয়েটারচর্চায় যুক্ত নাট্যশিল্পীদের প্রতিনিধিত্বকারী এই প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগ নেন তাঁরা।
সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করার কথা জানায় সংগঠনটি। সেগুলো হচ্ছে ঢাকা মহানগরে সক্রিয় নাট্যচর্চায় মঞ্চে বা মঞ্চের নেপথ্যে যুক্ত নাট্যশিল্পীদের মধ্যে আন্তসম্পর্ক গড়ে তোলা, সামগ্রিক কল্যাণে কাজ করা, তাঁদের স্বার্থ রক্ষা করা, অসচ্ছল/অসুস্থ সদস্যদের আপৎকালীন সাহায্যের জন্য কল্যাণ তহবিল পরিচালনা করা, ক্যাফে ও লাইব্রেরি সুবিধাসহ থিয়েটার ক্লাব প্রতিষ্ঠা করা, থিয়েটারকে পেশা হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, থিয়েটার কমপ্লেক্স প্রতিষ্ঠা করা, নাট্যশিল্পীদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, সভা, সেমিনার আয়োজন করা এবং দেশি-বিদেশি নাট্যশিল্পীদের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]