
মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। তিনি অভিযোগ করেন, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে নাকি শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন কানইয়ে। বিষয়টি নিয়ে অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন গায়কের শাশুড়ি।
১৪ অক্টোবর, সোমবার এ প্রসঙ্গে ডেইলি মেইল অস্ট্রেলিয়া আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে যোগাযোগ করলে গণমাধ্যমটিকে তিনি বলেন, এই মামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই সময়ে বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ করছি।
এর আগে, গত ৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে দায়ের করা একটি নতুন মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কানইয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কিছু কথোপকথন হয়। এতে র্যাপার তার স্ত্রীকে লিখেছিলেন, তোমার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।
এদিকে তিনি ছাড়াও কানইয়ের বিরুদ্ধে মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসিওটাও। তার অভিযোগ, স্টুডিওতে কাজ করার সময় তার পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন কানইয়ে। পরবর্তীতে তাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]