
মারা গেছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা অতুল পারচুরে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মাস কয়েক আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন অতুল।
কপিল শর্মা শো-তে অনেক দিন ধরে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে অভিনয় করছিলেন অতুল। টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
‘যম হ্যায় হাম’, ‘বড়ি দূর সে আয়ে হ্যায়’র মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে অতুলকে। তার অভিনীত চরিত্রগুলোতে খুব সহজেই মিশে যেতে পারতেন এবং অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিতেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]