
‘অ্যানিম্যাল’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তবে অভিনয়ের চেয়ে স্টাইল সেন্স নিয়েই তিনি খবরের শিরোনাম হন। এবার হলুদ শাড়িতে নজর কেড়েছেন তৃপ্তি। তার এই লুক সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে সম্প্রতি কিছু ছবি পোস্ট করেন তৃপ্তি। সেখানে তার শাড়ি পরার স্টাইলে অনুরাগীদের থেকে বেশ প্রশংসা পান এই অভিনেত্রী। তারা মনে করেন, তৃপ্তি এই শাড়ি পরার মধ্য দিয়ে তার ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণকে ফুটিয়ে তুলেছেন।
তৃপ্তির ব্লাউজের ডিজাইনও তার ফ্যাশন সেন্স এর কিংবা সাজ-আশাকের রুচিও উপস্থাপন করে। সঙ্গে অল্প কিছু গয়না তার এই শাড়ি লুকের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দেয়। নেটিজেনরা মনে করছেন, তৃপ্তির হলুদ শাড়ির ছবিগুলো তার ভক্তদের জন্য অনুপ্রেরণামূলক ফ্যাশন সেন্স এর দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]