
একসময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করেছেন।
১৪ অক্টোবর, সোমবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রেজোয়ান কবির বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারের নামে মামলাটি করেছেন।
এ সম্পর্কে বাদী রেজোয়ান কবির বলেন, ‘আমরা দেখেছি শমী কায়সার নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন।’
তিনি বলেন, ‘গত ১৬ বছর তিনি (শমী কায়সার) নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। মামলা করেছি, যেন তিনি তার মিথ্যা কথার জন্য শাস্তি পান।’
মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, ‘নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শমী কায়সার জাতিকে বিভক্ত করেছেন। বাদী একশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামির বিরুদ্ধে মামলা করেছেন। আদালত সেটি তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশ দেন এবং কথাবার্তায় সতর্ক থাকতে বলেন।’
এর আগে, গত ৯ অক্টোবর শমী কায়সারের বিরুদ্ধে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএসএম আদালতে মামলা করেন ভুক্তভোগী নিজেই। সেই মামলায় তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]