মেয়েকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার দিয়ে প্রশংসিত তাহসান
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৬:৪৯
মেয়েকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার দিয়ে প্রশংসিত তাহসান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় গায়ক এবং অভিনেতা হিসেবে ভক্তদের কাছে পরিচিত তাহসান খান। সামাজিক মাধ্যমে তার তেমন পদচারণা না থাকলেও একমাত্র মেয়ের সঙ্গে মাঝে মাঝে ছবি শেয়ার করেন তিনি। সম্প্রতি ইন্সটাগ্রামে মেয়ের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন তাহসান। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসা পাচ্ছেন তিনি।


মেয়ের সঙ্গে তিনটি ছবি শেয়ার করে তাহসান ক্যাপশনে লিখেছেন, আগে ও পরে আমার সাথে, এরপর গায়ক স্টিভি ওয়ান্ডারের গানের একটি লিরিক্স লিখেছেন ‘সে কি সুন্দর নয়?’।


ছবিতে বাবা-মেয়ের খুনশুটি দেখা গেছে। বিউটি পার্লারে গিয়ে নতুন হেয়ার স্টাইল করতে গিয়েছে বাবার সঙ্গে গিয়েছে আইরা।


প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান। বিচ্ছেদের দুই বছর পর ২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে কলকাতায় সংসার করছেন।


অন্যদিকে, তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন তার গান এবং অভিনয় নিয়ে। মেয়ে আইরা বেশির ভাগ সময় তার মা মিথিলার সঙ্গে থাকে। তবে মাঝে-মধ্যেই বাবার সঙ্গে সময় কাটায়। বিচ্ছেদের পরও তাহসান এবং মিথিলা একমাত্র মেয়েকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনও অটুট।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com