প্রিয় মানুষের মৃত্যু, বড় সিদ্ধান্ত নিলেন সালমান খান
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:৪৯
প্রিয় মানুষের মৃত্যু, বড় সিদ্ধান্ত নিলেন সালমান খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আততায়ীর গুলিতে প্রাণ হারালেন প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। বাবা সিদ্দিকি হচ্ছেন সেই মানুষ, যিনি শাহরুখ খান ও সালমান খানের দীর্ঘ সময়ের দ্বন্দ্ব মিটিয়েছিলেন। দুই খানকে আবারও বেঁধেছিলেন বন্ধুত্বের বাঁধনে। এমন প্রিয় মানুষের আকস্মিক মৃত্যুর খবরে বিচলিত সালমান, নিলেন বড় সিদ্ধান্ত।


এক সময় এমন ছিল যখন শাহরুখ-সালমান একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতেন। জানা যায়, তাদের সম্পর্ক তিক্ত হয়েছিল ২০০৮ সালে। ক্যাটরিনা কাইফের জন্মদিনের একটি ঘটনাকে কেন্দ্র করে। তবে বাবা সিদ্দিকির ডাকেই তার ইফতার পার্টিতে গিয়েছিলেন শাহরুখ ও সালমান।


সেখানেই দুজনের অভিমানের বরফ গলে যায়। আলিঙ্গনে মিটে যায় যাবতীয় তিক্ততা। এরপরও একাধিকবার বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে গিয়েছিলেন শাহরুখ ও সালমান। এমন মানুষের মৃত্যুর খবর পেয়েই লীলাবতী হাসপাতালে ছুটে গিয়েছিলেন সালমান।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়ালিটি শো ‘বিগ বস’-এর শুটিং সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এদিন বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান শিল্পা শেট্টি, সঞ্জয় দত্ত, জাহির ইকবালরা। কান্নায় ভেঙে পড়েন শিল্পা।


শনিবার (১২ অক্টোবর) রাতে পূর্ব বান্দ্রায় দশেরার বাজি ফাটাচ্ছিলেন বাবা সিদ্দিকি। সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি বিধায়ক। তার দপ্তরের সামনেই ছিলেন বর্ষীয়ান নেতা। আচমকাই সেখানে হাজির হয় তিন আততায়ী।


তারা লাগাতার গুলি চালাতে থাকে। মোট তিন রাউন্ড গুলি চলে। অন্তত ছয়টি গুলি ফুঁড়ে দেয় বাবার শরীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তৃতীয় অভিযুক্ত পালিয়ে যায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাবা সিদ্দিকির।


এখনও পর্যন্ত কোনও দলই এই হত্যার দায় স্বীকার করেনি। কিন্তু অভিযুক্তদের দাবি তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই এই বিষ্ণোই গ্যাংয়েরই হিটলিস্টে রয়েছেন সালমান। ফলে সুপারস্টারের জন্য অনুরাগীদের চিন্তা আরও বাড়ল।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com