
রাতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী শিরিন শিলা। পারিবারিক আয়োজনে ভালোবাসার মানুষ আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
১০ অক্টোবর, বৃহস্পতিবার রাতে বিয়ে করতে যাচ্ছেন বলে শিলা নিজেই জানিয়েছেন।
৬ বছর আগে আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় শিরিন শিলার। এরপর ভালোলাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম।
শিরিন শিলা বলেন, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে আমাদের।’
শিরিন শিলা আরও জানান, আবিদুল মহায়মীন সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবিরিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।
২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের হিটম্যান সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। তবে অভিনয় নয় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি।
বিবার্তা/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]