
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। ব্যক্তিজীবনে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুটি বিয়েই ছিল গোপনে। বিয়ে নিয়ে বরাবরই চর্চার মধ্যে থাকেন এই নায়ক।
প্রায় মাস ছয়েক আগে খবর এসেছিল তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। নায়কের পারিবারিক সূত্র জানিয়েছিল এবার আর নিজের পছন্দে না, পরিবারের পছন্দে ঘরে বউ আনবেন কিং খান। অবশ্য শাকিব চুপ ছিলেন তখন। এবার তিনিও কথা বললেন তৃতীয় বিয়ে নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।
শুধু নিজেকে নিয়েই ভাবেন না শাকিব। সচেতন দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও। তার কথায়, ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।
শাকিবের এই মুহূর্তে ব্যস্ততা একগুচ্ছ ছবি নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে প্যান ইন্ডিয়ান ‘দরদ’। কিছুদের মধ্যেই মুম্বাইয়ে জ্বলে উঠবে তার ‘বরবাদ’ । আলফা আই, চরকি, এসভিএফের সঙ্গে যুক্ত হতে পারেন নতুন আরও একটি সিনেমায়।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]