আগে কখনও কোনও গল্প-উপন্যাসের বই রচনা করেননি মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। লিখেছিলেন তার জীবনেরই গল্প। যে গল্প আবার ফ্যান্টাসি সিনেমাকেও যেন হার মানায়।
গত বছর প্রকাশিত হয় মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী ‘দ্য উইমেন ইন মি’। বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এতে ব্রিটনি ছোট্ট একটি ‘মিকি মাউস ক্লাব’ থেকে পপ সুপারস্টারডমে নিজেকে প্রতিষ্ঠা করার স্ট্রাগলের কথাগুলো তুলে ধরেছেন অসাধারণ উদারতা এবং হাস্যরসের মাধ্যমে। বইটিতে প্রাক্তন প্রেমিক জাস্টিন টিম্বারলেকের সাথে সম্পর্কের বিষয়েও বলা হয়েছে।
সেই বই অবলম্বনে এবার নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নির্মাণ করছেন ‘উইকেড’ নির্মাতা জন এম চু। প্রযোজনা করছেন মার্ক প্লট।
নিজের বায়োপিকের কথা সরাসরি না জানালেও এক্স-এ উচ্ছ্বাস প্রকাশ করেছেন গায়িকা।
ব্রিটনি লিখেছেন, আমি রোমাঞ্চিত যে, একটা গোপন প্রজেক্টে যুক্ত হয়েছি। খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে। সঙ্গে থাকুন।
পোস্টে প্রযোজক মার্ক প্লটকে মেনশন করে ব্রিটনি জানান, তিনি সবসময় আমার পছন্দের সিনেমা বানান।
আত্মজীবনী প্রকাশের সময় ব্রিটনি বলেছিলেন, আমি এই স্মৃতিকথায় আমার হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছি। বিশ্বজুড়ে আমার ভক্ত এবং পাঠকদের কাছে তাদের অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সূত্র: ভ্যারাইটি
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]