সানা মকবুল ‘বিগ বস’ ওটিটি সিজন-৩ বিজয়ী
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১৪:২৩
সানা মকবুল ‘বিগ বস’ ওটিটি সিজন-৩ বিজয়ী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শেষ হল ‘বিগ বস’ ওটিটি সিজন-৩ অধ্যায়। শুক্রবার (২ আগস্ট) রাতে বিগ বস ওটিটি-র ট্রফি ছিনিয়ে নিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সানা মকবুল।


২ অগস্ট শুক্রবার গ্র্যান্ড ফিনালেতে, সঞ্চালক অনিল কপুর সানার হাত তুলে ধরে তাকে বিজয়ী ঘোষণা করেছেন। ট্রফির পাশাপাশি সানা ২৫ লাখ টাকাও জিতেছেন তিনি।


সানা মকবুল ‘বিগ বস’র শুরুর দিন থেকেই নিজের যোগ্যতা একের পর এক প্রমাণ দিয়েছেন। প্রতিবারই দর্শকদের কাছ থেকে বিপুল ভোট পেয়েছেন।


ট্রফি দখলের দৌড়ে সেরা তিনে পৌঁছেছিলেন সানা মকবুল, নায়েজি এবং রণবীর শোরে।


চূড়ান্ত পর্বটি শোয়ের পাঁচজন চূড়ান্ত প্রতিযোগীকে দিয়ে শুরু হয়েছিল- রণবীর শোরে, সানা মকবুল, সাই কেতন রাও, নায়েজি এবং কৃতিকা মালিক। কৃতিকাই প্রথমে বাদ পড়েন। সতীন ও রণবীরের চেয়ে আগালেও ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকল কৃতিকার। এরপর এলিমিনেট হন সাঁই কেতন রাও। সেরা তিন পৌঁছে স্বপ্ন ভাঙে রণবীরের।


সানা ‘বিগ বস’র আসরের সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন। তার খেলা দেখে দর্শকরা ভীষণ আনন্দ পেতেন বলেই প্রত্যেকবার বিপুল সংখ্যক ভোট পেয়েছেন তিনি। সানাকে যখনই কোনো কাজ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতেন।


২১ জুন থেকে শুরু হয়েছিল বিগ বিস ওটিটি-র এই সিজন। প্রায় দেড় মাসের সফর শেষে ট্রফি জিতলেন সানা। অন্যান্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন পৌলমী পোলো দাস, সানা সুলতান, বিশাল পান্ডে, চন্দ্রিকা গেরা দীক্ষিত, নীরজ গোয়াত এবং আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী - পায়েল এবং কৃতিকা। আদনান শেখ ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে কয়েক সপ্তাহ পরে যোগ দিয়েছিলেন।


বিবার্তা/রিন্টু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com