১০ বছর পর একসঙ্গে সৃজিত-সুমন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১৪:০২
১০ বছর পর একসঙ্গে সৃজিত-সুমন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৪ সালে ‘জাতিস্মর’ সিনেমাটি মুক্তি পায়। এটি নির্মাণ করেন কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। সেখানে ছিল কবীর সুমনের গান। এরপর আর তার সিনেমায় শোনা যায়নি এই শিল্পীর গান।


নতুন খবর হলো, ১০ বছর পর আবার সৃজিত-সুমন একত্রিত হয়েছেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘পদাতিক’ সিনেমায় গেয়েছেন সুমন।


‘জনতার হাতে হাতে’ শিরোনামের গানটি ২৯ জুলাই (সোমবার) প্রকাশ পেয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও লেখা কবীর সুমনেরই। এতে হারমোনিকাও বাজিয়েছেন এই গুণী শিল্পী।


গানটি শেয়ার করে সিনেমার পরিচালক সৃজিত মুখার্জি লিখেছেন, ‘জাতিস্মরের ঠিক এক দশক পর, আবার আমাদের ছবিতে কবীর সুমনের গান।’


বরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মিত ‘পদাতিক’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তী, কোরক সামন্ত প্রমুখ অভিনয় করেছেন।


সব ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘পদাতিক’। একই দিন এটি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com