
সাবেক প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে হলিউডের জনপ্রিয় অভিনেতা নিক পাসকোয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মতে- নিষেধাজ্ঞা অমান্য করে প্রেমিকা হলিউড মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্নর বাড়িতে প্রবেশ করেছেন এবং প্রেমিকাকে একাধিকবার ছুরিকাঘাত করেছেন। এরপর ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক পালিয়ে যান নিক। পরে টেক্সাসের সিয়েরা ব্লাঙ্কায় একটি চেকপয়েন্টে গ্রেফতার হন এই অভিনেতা।
জানা গেছে, বর্তমানে সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হলিউড মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্ন। তার চিকিৎসা সহায়তায় একটি তহবিল ফান্ড গঠন করা হয়েছে।
‘রেবেল মুন-১’ ‘জবস’, ‘হাউ আই মিট ইউর মাদার’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে দেখা গেছে নিক পাসকোয়ালকে। এ ছাড়া কমেডি পডকাস্ট ‘ন্যাশন্যাল ডে রিফ’ও ‘এ ডেমন’-এর ‘ডেসটিনি: দ্য লোন ওয়ারিয়র’।
সূত্র: বিবিসি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]