
আমির খানের কন্যা ইরা খানের জন্য ২০২৪ সালের সূচনা আর পাঁচটা বছরের চেয়ে কিছুটা আলাদা। নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন ইরা। দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে চার হাত এক হয়েছে তাঁর।
গত বছর নভেম্বর মাসে একে অপরের সঙ্গে আংটিবদল করে বাগ্দান সেরেছিলেন ইরা ও নূপুর। নতুন বছরের একসঙ্গে দাম্পত্য জীবনে পা রাখলেন তাঁরা। এ দিকে বাবা বলিউডের তাবড় তারকা হলেও পেশাগত জীবনে সেই পথে হাঁটেননি ইরা। বলিপাড়ার আনাচে-কানাচে বেড়ে ওঠা সত্ত্বেও তিনি যে বেশ আলাদা, তার প্রমাণ ইরার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাই।
তাঁর বিয়েতেও যে একরাশ চমক থাকতে চলেছে, তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। হতাশ হননি নেটাগরিকরা। এখনও পর্যন্ত বেশকিছু চমক দেখা গিয়েছে ইরার বিয়েতে।
বলিউডে অভিনেতা হিসাবে কর্মজীবনের একেবারে গোড়ার দিকেই রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তখনও তারকা হিসাবে পরিচিতি তৈরি হয়নি আমিরের। ১৯৮৬ সালে রিনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। রিনার সঙ্গে ১৬ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে হাঁটেন আমির।
তাঁদের দুই সন্তান জুনেইদ খান ও ইরা বড় হয়ে ওঠেন রিনার কাছেই। রিনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে ২০০৫ সালে ‘লগান’ ছবির সহকারী পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সম্পর্কে চিড় ধরে প্রায় ১৫ বছর পরে। ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন আমির ও কিরণ। দু’বার বিয়ে করেছেন আমির, দু’বারই ভেঙেছে বিয়ে।
তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেতা। মেয়ে ইরার বিয়েতেই মিলেছে তার প্রমাণ। ইরার গায়েহলুদের অনুষ্ঠানে একই ধরনের ভিন্ন রঙের শাড়ি পরে আসতে দেখা গিয়েছিল রিনা ও কিরণকে। বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে ছবি তুলতে দেখা গেল তাঁদের।
সদ্য নিজের দ্বিতীয় বিয়ের পর প্রাক্তন স্ত্রী মালাইকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় আনফলো করেছেন আরবাজ় খান। বলিপাড়ার যেখানে এমন উদাহরণের কমতি নেই, সেখানে আমিরের দুই প্রাক্তন স্ত্রীর এক ফ্রেমে আসা চমকের চেয়ে কিছু কম নয়।
বিয়ের সম্পর্ক টেকেনি বটে, তবে তাতে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা কমে যায়নি। এমন কথা বার বার বলেছেন আমির। তিনি যে এমন কথা স্রেফ বলার জন্য বলেননি, তার প্রমাণ মিলল তাঁর মেয়ে ইরার বিয়েতেই। প্রথম স্ত্রী রিনার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করতে দেখা গেল আমিরকে। হাসিমুখে ছবিও তুললেন তাঁরা সবাই। অন্য দিকে ক্যামেরার সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণের গালে এঁকে দিলেন চুম্বন। সেই ছবি ও ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]