
বিলাসবহুল বাংলো কিনলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। মুম্বাইয়ে অবস্থিত এ বাংলো কিনতে তাকে গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা। ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের খার এলাকার লিঙ্কিং রোডে অবস্থিত জনের এই নতুন বাংলো।
যেটি শহরের প্রাণবন্ত পরিবেশের মধ্যে অবস্থিত। এলাকাটি শুধুমাত্র বাণিজ্যিক গুরুত্বের জন্যই পরিচিত নয়, এই এলাকায় বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি।
বিগ বি অমিতাভ বচ্চনের মোট ৩টি বাংলা রয়েছে। এরমধ্যে সম্প্রতি ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতা নন্দাকে উপহার দিয়েছেন তিনি। এর মূল্য ৫০.৬৩ কোটি টাকা। সেক্ষেত্রে তুলনা টানলে বলা যায়, জন আব্রাহামের বাংলোর দাম প্রতীক্ষার থেকেও বেশি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত জন আব্রাহামের নতুন এই বাংলো। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি।
এ বাংলোটি পারভীন নাতালাল শাহ ও তার পরিবারের কাছ থেকে কিনেছেন জন আব্রাহাম। তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৭ ডিসেম্বর এ বাংলোর রেজিস্ট্রেশন করা হয়।
জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। বর্তমানে চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জন। দুটো তার প্রযোজিত, বাকি দুই সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]