আলিয়ার পরিবর্তে ‘দুলহনিয়া ৩’ এ দেখা যাবে নতুন নায়িকা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
আলিয়ার পরিবর্তে ‘দুলহনিয়া ৩’ এ দেখা যাবে নতুন নায়িকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৭ সালে মুক্তি পেয়েছিল শশাঙ্ক খৈতান পরিচালিত, কর্ণ জোহর প্রযোজিত চলচ্চিত্র ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান এবং আলিয়া ভট্ট।


সাত বছর পর এই ফ্র্যাঞ্চাইজির পরের চলচ্চিত্রের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বরুণ। এমনিতেও নায়ককে রোম্যান্টিক কমেডি চরিত্রে দেখতে দর্শক পছন্দ করেন। কিন্তু এই নতুন ছবিতেও কি আলিয়াকে দেখা যাবে বরুণের বিপরীতে? তা নিশ্চিত নয়। বলিপাড়ার অন্দরে গুঞ্জন, এই চলচ্চিত্রে নাকি নতুন ‘দুলহনিয়া’-কে দেখবেন দর্শক।


অনেক দিন ধরেই এই চলচ্চিত্র নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষ দিকেই শুরু হবে ‘দুলহনিয়া ৩’-এর শুটিং। আবারও শশাঙ্ক-কর্ণ জুটির সঙ্গে কাজ করবেন বরুণ।


যদিও ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি থেকেই বরুণ-আলিয়া জুটির অনুরাগীর সংখ্যা বিপুল। অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই তাঁদের একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা এবার পূরণ হচ্ছে না ভক্তদের।


শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রযোজক কর্ণের পছন্দ নয় আলিয়াকে। তাই বরুণের বিপরীতে দেখা যাবে নতুন নায়িকাকে। অর্থাৎ দর্শক পেতে চলেছে নতুন জুটি।


বাবা ডেভিড ধওয়ানের ছবির শুটিং শেষ করেই ‘দুলহনিয়া ৩’-এর শুটিং শুরু করবেন বরুণ। এই চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতেও রয়েছে রোম্যান্স এবং কমেডির মিশেল। এই চলচ্চিত্র ছাড়াও বরুণের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। শ্রীরাম রাঘবন পরিচালিত ‘এক্‌কিস’ চলচ্চিত্রে দেখা যাবে। এ ছাড়াও আগামী দিনে ক্যাটরিনা কইফের সঙ্গে জুটিতে দেখা যাবে নায়ককে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com