
কাভি খুশী কাভি গাম ও মাই নেইম ইজ খান খ্যাত বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর। শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেক ঘটেছিল ‘ধড়ক’ সিনেমা দিয়ে করণ জোহরের হাত ধরে। সেই করণই কিনা প্রকাশ্যে জাহ্নবীকে ‘সস্তা কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করলেন! ট্রেন্ডি ভাষায় বলতে গেলে ট্রল করলেন।
বছরের প্রথম দিন সোমবার সকালে ‘কফি উইথ করণ’-এর নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের কাউচে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেললেন। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে? সেটাও ফাঁস করে দিলেন। আড্ডার মাঝখানেই জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করলেন। যা শুনে বেজায় চটলেন অভিনেত্রী।
করণ খুশিকে জিজ্ঞেস করেন, তোমাদের পরিবার নিয়ে যদি কোনো রিয়েলিটি শো হয়, সেটার নাম কী দেবে?
খুশি মজা করে বলেন, ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস।
এটা শুনেই তৎক্ষণাৎ করণ জোহর বলেন, মানে ওই সস্তার কার্দাশিয়ানস তাই তো?
মেন্টরের কথা শুনেই চটে গিয়ে পালটা জবাবে জাহ্নবী বলেন, এত সাহস হয় কী করে? তার পরই হাসিতে ফেটে পড়েন সকলে।
প্রসঙ্গত, ‘কার্দাশিয়ানস’ হল কিম কার্দাশিয়ানের ভাই-বোনদের নিয়ে অনুষ্ঠিত এক রিয়েলিটি শো। সেটার সঙ্গেই নিজের পরিবারকে তুলনা করেন খুশি। এরপরই করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার স্পিড ডায়ালে কোন ৩ জনের নম্বর থাকে? অভিনেত্রী তৎক্ষণাৎ বলেন, বাবা, খুশি আর শিখু।
উল্লেখ্য, এই শিখু ওরফে শিখর পাহাড়িয়ার সঙ্গেই শ্রীদেবীকন্যার প্রেমের গুঞ্জন মাসখানেক ধরে। সম্প্রতি দুজনে পূজাও দিতে গিয়েছিলেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]