রাজউকের প্লট পেলেন আরিফিন শুভ ও প্রযোজক লিটন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ২০:০৭
রাজউকের প্লট পেলেন আরিফিন শুভ ও প্রযোজক লিটন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে। সেখানে প্লট পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কাঠার একটি প্লট।


জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৩ সালের ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।


এ বিষয়ে আরিফিন শুভ বলেন, মধ্যে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। কিন্তু সেটা রাজউকের প্লট বরাদ্দ বা এমন কিছু নয়। যদি প্লট বরাদ্দ পেয়ে থাকি, তখন আমি নিজেই সবাইকে জানাব। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।


প্রযোজক লিটন হায়দার প্লট বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধার সন্তান। সিনেমার সঙ্গেও জড়িত। সেই হিসেবে প্লটের জন্য আবেদন করেছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজউকের সিদ্ধান্ত এসেছে।


রাজউক সূত্রে একটি সংবাদমাধ্যম জানায়, গত ২৭ নভেম্বর ২০২৩ সালের ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।


এদিকে, গণপূর্ত মন্ত্রণালয়ে প্লটের জন্য আবেদন করেছিলেন প্রযোজক লিটন হায়দার। তারই ভিত্তিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী তাঁর নামে ৩ কাঠার একটি প্লট দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দেন।


প্রসঙ্গত, বিদায়ী বছরে মুক্তি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে মুজিব চরিত্রে অভিনয়ে প্রশংসায় ভাসেন অভিনেতা আরিফিন শুভ। অন্যদিকে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচটি সিনেমার প্রযোজক লিটন হায়দার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com