অস্কারপ্রাপ্ত ‘কোকো’ ছবির ভয়েস আর্টিস্ট ওফেলিয়া আর নেই
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:৫০
অস্কারপ্রাপ্ত ‘কোকো’ ছবির ভয়েস আর্টিস্ট ওফেলিয়া আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্কারজয়ী অ্যানিমেশন ছবি ‌‌‘কোকো’খ্যাত ভয়েস আর্টিস্ট ও অভিনেত্রী অ্যানা ওফেলিয়া মারগুইয়া আর নেই। রবিবার (৩১ ডিসেম্বর) মারা গেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০।


দ্য গার্ডিয়ানের খবরে জানা গেছে, অভিনেত্রী অ্যানা ওফেলিয়া মারগুইয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মেক্সিকোর ন্যাশনাল ফাইন আর্টস ইনস্টিটিউট। কিন্তু তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


মেক্সিকোর সংস্কৃতি সচিব আলেজান্দ্রা ফ্রাস্টো গুয়েরেরো এক বিবৃতিতে বলেছেন, মহান এই অভিনেত্রী আমাদের বর্তমান বাস্তবতায় এক বিশাল শূন্যতা সৃষ্টি করে গেছেন।


২০১৭ সালে মুক্তি পায় লি আঙ্করিচ পরিচালিত ‘কোকো’ ছবিটি। ১২ বছরের বালক মিগেল, যে কিনা সংগীত ভালোবাসে; তাকে ঘিরেই এগিয়েছে সিনেমাটির কাহিনি। গান শেখার টানে মৃতদের দেশে চলে যায় সে। ছেলেটির পর-দাদির চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অ্যানা ওফেলিয়া। সিনেমাটি মূলত মেক্সিকোর সংস্কৃতি ও মৃতদের দিনকে (ডে অব দ্য ডেড) ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটি ৯০তম অস্কারে বেস্ট অ্যানিমেশন ফিল্ম ও বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা পুরস্কার লাভ করে।


অ্যানা ওফেলিয়ার ১৯৩৩ সালে মেক্সিকো শহরে জন্মগ্রহণ করেন। তার দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চসহ ৭০টি নাটক ও ৯০টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি মেক্সিকোর গোল্ডেন অ্যারিয়েল অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা লাভ করেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com