
গত ২৪ ডিসেম্বর মেকআপ আর্টিস্ট শুরা খানের সাথে আরবাজ খানের বিয়ে হয়েছে। আর বিয়ের পরপরই ইনস্টাগ্রাম থেকে প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরাকে ‘আনফলো’ করেছেন এই তারকা।
দীর্ঘ ১৮ বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে আরবাজ ও মালাইকা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। কিন্তু এরপরও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যান। ছেলের জন্য নিয়মিত যোগাযোগ করেন।
তবে আরবাজের ফের বিয়ের পর বদলে গেছে সেই সমীকরণ। ইতোমধ্যেই মালাইকাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন তিনি। যদিও সাবেক স্বামীর পথে হাঁটেননি মালাইকা। তিনি এখনও ইনস্টাগ্রামে আরবাজকে অনুসরণ করছেন।
এর আগে ২০১৭ সালে শোনা যায়, মালাইকাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন না আরবাজ। এরপরই অভিনেত্রীর ইনস্টাগ্রামে আবিস্কার করা যায় তাকে। তবে এবার আর প্রাক্তন স্ত্রীর সোশ্যাল প্লার্টফর্মে দেখা মিলল না অভিনেতার। সূত্র: আনন্দবাজার।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]