
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। সংসার সন্তান নিয়ে বেশ ভালোই চলছে তাদের সময়। তবে প্রায়ই বিভিন্ন কারণে এ জুটি সমালোচিত হন। বছর শেষে রাজের সাথে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে বইছে সমালোচনার ঝড়।
অন্য সবার মতো ২০২৩-এর শেষ দিনে পার্টিতে মেতে উঠেছিলেন তারা। সেখানে রাজের সঙ্গে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর এক ছবি দিয়েছেন শুভশ্রী। আর এরপরই শুরু হয়েছে সমালোচনা।
একজন লিখেছেন, সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল। এসব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড।
আর একজন লিখেছেন, এত শো-অফের তো দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে দেওয়ার কী দরকার?
এর আগেও চুম্বনের ছবি দিয়ে ট্রলড হয়েছেন তিনি। কটাক্ষ যে সেলেব জীবনের নিত্যসঙ্গী। আর এই কটাক্ষকে কবেই বা পাত্তা দিয়েছেন তারা?
প্রসঙ্গত, নভেম্বরের শেষ দিনে মা হয়েছেন শুভশ্রী। ঘরে এসেছে মেয়ে ইয়ালিনি। মা হওয়ার কিছুদিন পরেই বিদেশ থেকেও ঘুরে এসেছেন দুজনে। তারা বাঁচেন নিজের শর্তে। তাই এই ট্রল নিয়েও খুব একটা বিচলিত নন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]