বছরের শুরুতে জলে ভেজা ছবিতে উষ্ণতা ছড়ালেন সাবা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:১৬
বছরের শুরুতে জলে ভেজা ছবিতে উষ্ণতা ছড়ালেন সাবা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেদনময়ী ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। নতুন বছরের প্রথম দিনে জলে ভেজা আবেদনময়ী বেশ কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন সোহানা। সবুজ শাড়ীতে সাবার পানিতে ভেজা সাবার এই ছবিগুলো নেটিজেনদের মনে ঝড় তুলেছে।


সোমবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।


বেশ কিছু ছবি দিয়ে সাবা ক্যাপশনে লেখেন, হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।


ছবিগুলোতে সোহানা সাবাকে আবেদনময়ী রূপে দেখা গেছে। দেখা যাচ্ছে গোসল সারছেন সাবা, এরপর উঠে আসছেন জল থেকে। যা পছন্দ করেছেন ভক্তরা। সকাল থেকেই ছবিগুলোতে লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই সাবার এই নতুন লুকের ছবিগুলোর প্রশংসা করেছেন।


কেউ আবার মজা করে বলেছেন, এই শীতে উষ্ণতার জন্য ছবিগুলোই যথেষ্ট।


একজন লিখেছেন, তীব্র শীতে এভাবেই নেটিজনদের মধ্যে প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হয়। অনেকে আবার কটাক্ষও করে মন্তব্য করেছেন। যদিও এসব নিয়ে কোনো পাল্টা মন্তব্যে করেনি সাবা।


নতুন বছরে কাজের পরিকল্পনা জানতে চাইলে সাবা বলেন,‌ নতুন বছরে আমার ইয়োগা স্কুল নিয়ে ব্যস্ত থাকবো। এছাড়া ভালো গল্পের স্ক্রিপ্ট পেলে অভিনয়েও দেখা যাবে।


এদিকে, সাবা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটা শোনা যাচ্ছিল। পরে অবশ্য নিজেই স্বীকার করে বলেছেন, সত্যি। আমি একজনকে প্রচণ্ড ভালোবাসি। তিনিও আমাকে ভালোবাসেন। সিরিয়াস রিলেশনে আছি। তবে অভিনেত্রী কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা বলতে নারাজ সাবা।


কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু তার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এরপর ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ থেকে ‘বৃহন্নলা’ বড় পর্দায় নিজের কাজের জন্য প্রশংসিত হয়েছেন সোহানা সাবা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com